সাভারের একটি পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে ফের দুইটি পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, মরদেহ দুটি একজন নারী ও একটি ছেলে শিশুর হতে পারে।
রোববার (১৮ জানুয়ারি) দুপুরে সাভার পৌর এলাকার থানা রোড মহল্লায় অবস্থিত পরিত্যক্ত ‘সাভার পৌর কমিউনিটি সেন্টার’-এর ভেতর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাভার কলেজের এক শিক্ষার্থী প্রস্রাব করার জন্য কমিউনিটি সেন্টারের ভেতরে প্রবেশ করেন। এ সময় ভেতরে পোড়া মরদেহ পড়ে থাকতে দেখে তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেন। পরে সাভার মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, অপারেশন) হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ দুটি সম্পূর্ণ পোড়া থাকায় তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
উল্লেখ্য, এর আগেও একই পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে একাধিক মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বছরের ২৯ আগস্ট রাতে হাত-পা বাঁধা অজ্ঞাত এক যুবকের মরদেহ পাওয়া যায়। পরে ১১ অক্টোবর রাতে সেখান থেকে অজ্ঞাত এক নারীর অর্ধনগ্ন মরদেহ উদ্ধার করা হয়। সর্বশেষ ১৯ ডিসেম্বর দ্বিতীয় তলার টয়লেট থেকে এক পুরুষের মরদেহ উদ্ধার করে পুলিশ। এসব ঘটনার কোনো ক্ষেত্রেই এখনো নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
একই স্থান থেকে বারবার মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments