Image description

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) নির্বাচনী এলাকায় এক ভোটারকে ভীতি প্রদর্শন, হাত-পা ভেঙে দেওয়া এবং ব্যবসা প্রতিষ্ঠান দখলের হুমকির অভিযোগে ধানের শীষ প্রতীকের প্রার্থীসহ চারজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র সহকারী জজ মহিদুল হাসান এই ব্যাখ্যা তলব করেন।

অভিযুক্তরা হলেন- মোস্তাফিজ তালুকদার, রাজিব তালুকদার ও তোফাজ্জল হোসেন। একই সঙ্গে তাদের সমর্থিত প্রার্থী ধানের শীষ প্রতীকের এ বি এম মোশাররফ হোসেনকেও রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি অনুযায়ী ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত ও নির্বাচনী অনুসন্ধান কমিটি সূত্রে জানা গেছে, উপজেলার চাকামইয়া ইউনিয়নের এক ভোটারকে অভিযুক্তরা তাদের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার জন্য চাপ সৃষ্টি করেন। এতে রাজি না হওয়ায় ওই ভোটারকে অকথ্য ভাষায় গালিগালাজ, হাত-পা ভেঙে দেওয়া, নির্বাচন পরবর্তী সময়ে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি এবং তার ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নেওয়ার হুমকি দেওয়া হয়।

এই অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান অভিযুক্তদের ব্যাখ্যা তলব করেন। নির্দেশ অনুযায়ী, রোববার (১৮ জানুয়ারি) অভিযুক্তদের পক্ষ থেকে লিখিত ব্যাখ্যা দাখিল করা হয়েছে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী মঙ্গলবার বিকেলে ভুক্তভোগীর উপস্থিতিতে অভিযুক্তদের সশরীরে হাজির থেকে শুনানিতে অংশগ্রহণের দিন ধার্য করা হয়েছে। প্রার্থী সশরীরে উপস্থিত না থাকলেও তার মনোনীত প্রতিনিধির মাধ্যমে ব্যাখ্যা প্রদান করতে পারবেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশন ১১৪, পটুয়াখালী-৪ নির্বাচনী এলাকায় অভিযোগ বক্স স্থাপন করেছে। যেকোনো অভিযোগ দ্রুত তদন্ত করে ব্যবস্থা নিতে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি সক্রিয়ভাবে কাজ করছে।

মানবকণ্ঠ/ডিআর