Image description

একটু সচ্ছলতার আশায় জমি-জমা বিক্রি করে চার লাখ টাকা খরচ করে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন কক্সবাজারের চকরিয়ার মো. ফারুক (৪৫)। কিন্তু সেখানে গিয়ে ভাগ্য বদলানো তো দূরের কথা, দালাল চক্রের প্রতারণায় এখন কাটছে মানবেতর বন্দি জীবন। প্রতিবাদ করায় উল্টো সাজানো মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হচ্ছে তাকে। এ অবস্থায় ফারুকের জানমালের নিরাপত্তা ও তাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার।

রোববার (১৮ জানুয়ারি) বিকেলে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ছাইরাখালী এলাকার নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন ফারুকের স্ত্রী কাউসার আক্তার।

সংবাদ সম্মেলনে কাউসার আক্তার জানান, ভালো কাজ ও 'ফ্রি ভিসা'র প্রলোভন দেখিয়ে চট্টগ্রামের 'ফাইভ স্টার এজেন্সি'র মালিক ইফতেকার নামে এক ব্যক্তি ফারুকের কাছ থেকে ৪ লাখ টাকা হাতিয়ে নেন। দুই মাস আগে ফারুক সৌদি আরব পৌঁছালেও তাকে কোনো কাজ দেওয়া হয়নি। এমনকি এক মাসের মধ্যে 'আকামা' (বসবাস ও কাজের অনুমতিপত্র) দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। বর্তমানে তিনি সেখানে প্রায় গৃহবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন।

ভুক্তভোগীর স্ত্রী আরও অভিযোগ করেন, ফারুক সেখানে কাজের জন্য চাপ দিলে দালাল ইফতেকার তাকে চুরির মিথ্যা মামলা দিয়ে জেল খাটানোর হুমকি দিচ্ছেন। এদিকে দেশে দালাল চক্রের বিরুদ্ধে স্থানীয়ভাবে বিচার দেওয়ায় ফারুকের পরিবারকেও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। বর্তমানে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ও অনাহারে দিন কাটাচ্ছে।

কান্নাজড়িত কণ্ঠে ফারুকের শাশুড়ি রিজিয়া বেগম বলেন, "আমার মেয়ের পরিবারের সব শেষ হয়ে গেছে। অনেক ধার-দেনা ও জমি বিক্রি করে টাকাগুলো ইফতেকারের হাতে তুলে দেওয়া হয়েছিল। ফারুক ফোন করে জানিয়েছে, তাকে নাকি সেখানে চুরির মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা চলছে। আমরা এর বিচার চাই এবং ফারুকের মুক্তি চাই।"

একই দালাল ইফতেকারের প্রতারণার শিকার পাশের এলাকার সাজেদা বেগম বলেন, "জমি বন্ধক রেখে বিদেশে যাওয়ার জন্য ইফতেকারকে টাকা দিয়েছিলাম। সে আমাকে বিদেশেও পাঠাচ্ছে না, টাকাও ফেরত দিচ্ছে না। টাকা চাইলে উল্টো হুমকি দেয়।"

ফারুকের প্রতিবেশী বাদশা মিয়া জানান, দালালদের খপ্পরে পড়ে এই অসহায় পরিবারটি এখন দিশেহারা। তারা দ্রুত অভিযুক্ত ইফতেকারকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

ভুক্তভোগী পরিবারটি দালাল চক্রের মূল হোতা ইফতেকারের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে ফারুককে সুস্থ অবস্থায় দেশে ফিরিয়ে আনার আকুল আবেদন জানিয়েছেন।

মানবকণ্ঠ/ডিআর