বরগুনার তালতলী উপজেলার মালীপাড়া সুইচগেট এলাকায় গণভোটকে কেন্দ্র করে লাগানো পোস্টার রাতের আঁধারে ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (১৮ জানুয়ারি) রবিবার সন্ধ্যায় গণভোটে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর পক্ষ থেকে মালীপাড়া সুইচগেটসহ আশপাশের এলাকায় একাধিক পোস্টার লাগানো হয়।
তবে আজ (১৯ জানুয়ারি) সোমবার সকালে এলাকাবাসী দেখতে পান, ওইসব পোস্টারের বেশিরভাগই ছিঁড়ে ফেলা হয়েছে। এ ঘটনায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
তাদের অভিযোগ, রাতের আঁধারে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে গণভোটের প্রচার কার্যক্রম বাধাগ্রস্ত করতেই এই কাজ করেছে।
এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর বরগুনা জেলা সংগঠক এম. শাহাদাৎ হোসেন বলেন,
গণভোট একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক প্রক্রিয়া। পোস্টার ছিঁড়ে ফেলা মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী। আমরা চাই প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবে এবং দোষীদের চিহ্নিত করবে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, এ ধরনের ঘটনা গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে বরগুনা জেলা পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা বলেন, অত্যন্ত দুঃখজনক বিষয়, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।




Comments