Image description

নেত্রকোনার পূর্বধলায় রুক্কু মিয়াকে কুঠার দিয়ে কুপিয়ে হত্যার দায়ে তার স্ত্রী রুবিনা আক্তারকে (২৮) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। 

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে আসামির উপস্থিতিতে নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছা. মরিয়ম মুন মুঞ্জুরি এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রুবিনা আক্তার কলমাকান্দা উপজেলার কৈলাটি গ্রামের বাসিন্দা।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, পূর্বধলা উপজেলার বাসিন্দা রুক্কু মিয়ার সঙ্গে প্রায় ১০ বছর আগে বিয়ে হয় রুবিনার। তাদের সংসারে দুটি কন্যা সন্তান রয়েছে। তারা সপরিবারে গাজীপুরে বসবাস করতেন। পারিবারিক কলহের জেরে ২০২১ সালের এপ্রিল মাসে রুবিনা পূর্বধলা থেকে কলমাকান্দায় বাবার বাড়িতে চলে যান।

২০২১ সালের ১৪ মে ঈদুল ফিতরের ছুটিতে রুক্কু মিয়া সন্তানদের দেখতে শ্বশুরবাড়ি কলমাকান্দায় যান। সেদিন রাতেই পারিবারিক বিরোধের জেরে স্ত্রী রুবিনা আক্তার ঘুমন্ত স্বামীর মাথায় কুঠার দিয়ে আঘাত করে তাকে নৃশংসভাবে হত্যা করেন।

পরদিন ১৫ মে পুলিশ শয্যাপাশ থেকে রুক্কু মিয়ার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ভাই মো. আসাদ মিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পুলিশি তদন্ত ও ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত আজ এই চূড়ান্ত রায় প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবুল হাসেম এই রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, “এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা আইনের শাসনে সন্তুষ্ট।”

মানবকণ্ঠ/ডিআর