Image description

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কামারগাঁও এলাকায় জমি দখলে বাধা দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে নারীসহ অন্তত ১০ জনকে কুপিয়ে জখম করে।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কামারগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী এলাকাবাসীরা জানান, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মীর কবির কিছু সন্ত্রাসী লালন করে এলাকার নিরীহ মানুষের জমি দখল করে অন্যত্র বিক্রি করে ব্যবসা করে আসছিল। সোমবার শাহ জামালের জমি দখল করতে গেলে তারা বাধা দেন। এ সময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে মীর কবিরের নেতৃত্বে রফিক, রতন, সাগর, রানা, হাসমত, রমজান, জুলহাস ও কালামসহ ১৫/২০ জনের একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে কুপিয়ে আহত করে। হামলায় সিফাত, রাহাত, মাসুদ, জুয়েল, টসর ও তাহমিনাসহ ১০ জনকে আহত করে। পরে এলাকাবাসীরা একত্রিত হয়ে তাদের ধাওয়া করলে পালিয়ে যায়।

খবর পেয়ে সোনারগাঁ থানার ওসি মুহিবুল্লার নেতৃত্বে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়ছে। এ ঘটনায় শাহ জামাল বাদী হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিববুল্লাহ জানান, ঘটনাস্থলের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।