হবিগঞ্জের বানিয়াচংয়ে সিএনজিচালিত অটোরিক্সা ও লরির মুখোমুখি সংঘর্ষে আলাউদ্দিন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৪-৫ জন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে বানিয়াচং উপজেলার কৈলাসটেকা এলাকার শুটকিব্রীজ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন নবীগঞ্জ উপজেলার কালাভরপুর গ্রামের কদর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শুটকিব্রীজ এলাকায় একটি যাত্রীবাহী অটোরিক্সার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিক্সাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলাউদ্দিনকে মৃত ঘোষণা করেন।
আহত অন্য ৪-৫ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments