Image description

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা মেম্বার ও পরিষদের সিল অবৈধভাবে নিজের হেফাজতে রাখার দায়ে এক কম্পিউটার ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (১৯ জানুয়ারি) নাসিরনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদের নেতৃত্বে উপজেলা সাব-রেজিস্ট্রার অফিস সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম সঞ্জিত সরকার (৪৬)। তিনি ওই এলাকার একটি কম্পিউটার ও প্রিন্টিং দোকানের মালিক।

অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন কয়েকটি দোকানে তল্লাশি চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় সঞ্জিত সরকারের দোকান থেকে ধরমণ্ডল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা মেম্বার ও পরিষদের একাধিক সিল উদ্ধার করা হয়। পরে অবৈধভাবে এসব সিল সংরক্ষণের দায়ে তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযুক্তের দোকানে নিয়মিত দলিল প্রস্তুত ও প্রিন্টিংয়ের কাজ চলত। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, জমি খারিজ, দলিল সম্পাদন, ওয়ারিশান সনদ ও চেয়ারম্যানের প্রত্যয়নসহ বিভিন্ন সরকারি কাগজপত্র জালিয়াতির উদ্দেশ্যে চেয়ারম্যান ও মেম্বারের স্বাক্ষর নকল করে এসব সিল ব্যবহার করা হতো।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদ বলেন, “সরকারি কাগজপত্র জালিয়াতির উদ্দেশ্যে এসব সিল রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। জালিয়াতি চক্রের বিরুদ্ধে এবং জনস্বার্থে প্রশাসনের এ ধরনের কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”

মানবকণ্ঠ/ডিআর