বাগেরহাটে আগামী গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে এক বিশাল সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে বিশ্ব ঐতিহ্য খানজাহান আলী (রহ.) মাজার সংলগ্ন দরগাহ হাট মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত গণভোট দেশের ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গণভোটের মাধ্যমেই জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হবে এবং একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠবে।”
তিনি দেশের প্রতিটি সচেতন নাগরিককে ১২ ফেব্রুয়ারির গণভোটে সক্রিয়ভাবে অংশ নিয়ে ‘জুলাই সনদ’কে জয়যুক্ত করার আহ্বান জানান।
বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, গণভোট একটি শক্তিশালী গণতান্ত্রিক প্রক্রিয়া। জনগণের অংশগ্রহণই এই প্রক্রিয়ার মূল শক্তি। ভোটারদের কেন্দ্রে আসা নিশ্চিত করতে এবং উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি করতে প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা প্রদান করা হবে।
পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী বিপিএম (বার) তাঁর বক্তব্যে নিরাপত্তা ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করে বলেন, “গণভোট ও জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। ভোটাররা যেন নির্ভয়ে এবং শান্তিপূর্ণ পরিবেশে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।”
সমাবেশে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা সাধারণ মানুষের মাঝে গণভোটের গুরুত্ব ছড়িয়ে দিতে এবং ভোটকেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য পাড়া-মহল্লায় প্রচার চালানোর ওপর জোর দেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments