চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আবুল হোসেনকে মনোনয়ন প্রত্যাহারের জন্য যাওয়ার পথে হাজীগঞ্জ এলাকায় তার কর্মী ও সমর্থকদের হাতে জিম্মি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রশিবির নেতা দাবি করেন, মঙ্গলবার বিকেল ৩টার পর তাকে বলাখাল এলাকায় একটি বাড়িতে তালাবদ্ধ রাখা হয়েছে।
তাদের দাবী, ১০-দলীয় ঐক্যজোটের প্রার্থী এলডিপির নেয়ামুল বশিরকে সরিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থীকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে।
এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর জেলায় মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে বিকেল ৪টা পর্যন্ত তিনজন প্রার্থী প্রত্যাহার করেছেন। জেলা রিটার্নিং অফিসারের সহকারী কমিশনার বিশাল দাস জানান, চাঁদপুর-৩ আসনে খেলাফত মজলিসের প্রার্থী তোফায়েল আহমেদ এবং জাকের পার্টির প্রার্থী নুরুল ইসলাম স্বশরীরে মনোনয়ন প্রত্যাহার করেছেন। চাঁদপুর-২ আসনে এবি পার্টির প্রার্থী রাশেদা আক্তার মনোনয়ন প্রত্যাহার করেছেন।
জেলায় জামায়াত ও এলডিপি প্রার্থীদের বিষয়টি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। ১০-দলীয় ঐক্যজোটের প্রার্থী থাকার কারণে চাঁদপুর-১ ও চাঁদপুর-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীরা আজ মনোনয়ন প্রত্যাহার করার কথা থাকলেও, চাঁদপুর-৫ আসনের মাওলানা আবুল হোসেন জিম্মি থাকা সত্ত্বেও তার মনোনয়ন প্রত্যাহারপত্র জেলা প্রশাসকের কাছে তার কয়েকজন কর্মীর মাধ্যমে জমা দিয়েছেন।
মানবকণ্ঠ/আরআই




Comments