Image description

বরগুনার বামনা উপজেলায় প্লাস্টিকের কৌটায় মুখ আটকে যাওয়া একটি কুকুরকে উদ্ধার করে অবমুক্ত করেছে ফায়ার সার্ভিস। 

স্থানীয়রা জানান, উপজেলার জাফ্রাখালী এলাকায় কয়েকদিন ধরে কুকুরটি মুখে প্লাস্টিকের কৌটা আটকে নিয়ে ঘোরাঘুরি করছিল। এতে কুকুরটি ঠিকমতো খাবার খেতে পারছিল না এবং ক্ষুধার তাড়নায় দুর্বিষহ অবস্থায় দিন কাটাচ্ছিল। বিষয়টি নজরে এলে স্থানীয় সমাজসেবক মো. শাকের হোসেনসহ এলাকাবাসী কুকুরটিকে ধরার চেষ্টা দীর্ঘ চেষ্টা করে তারা কুকুরটি ধরতে পারেনি। পরে বামনা ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হলে তাৎক্ষণিক একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় কুকুরটিকে নিরাপদে ধরে মুখে আটকে থাকা প্লাস্টিকের কৌটাটি খুলে দেয়। 

জাফ্রাখালী এলাকার বাসিন্দি ফরহাদ বলেন, কুকুরটি দীর্ঘ তিন থেকে চার দিন ক্ষুধার্ত অবস্থায় এভাবে দিন কাটাচ্ছিল। ইচ্ছে থাকা সত্ত্বেও বহু চেষ্টা করেও আমরা কুকুরটির জন্য কিছু করতে পারিনি। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে তারা দ্রুত এসে কুকুরটিকে উদ্ধার করে।এ ঘটনায় ফায়ার সার্ভিসের দ্রুত সাড়া ও মানবিক ভূমিকার প্রশংসা করেছেন স্থানীয়রা। 

বামনা স্টেশন অফিসার মোঃ সিরাজুল ইসলাম বলেন, তথ্যটি পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কুকুরটিকে উদ্ধার করে মুক্ত করে দেয়। এ ধরনের দুর্ঘটনা সাধারণত অব্যবহৃত প্লাস্টিকের কৌটা যত্রতত্র ফেলে রাখার কারণে ঘটে, তাই সবাইকে সচেতন হওয়া দরকার।