জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পঞ্চগড়-১ আসনের প্রার্থী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কার্ড দেখিয়ে ভোট চাইছেন, যা নির্বাচনী আচরণবিধির সরাসরি লঙ্ঘন।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতীক বরাদ্দের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন। সারজিস আলম বলেন, বিএনপি খালেদা জিয়ার শোকবার্তার লিফলেট বিতরণ করে ভোট প্রলুব্ধ করছে, যা সিমপ্যাথি নেওয়ার আরেকটি কৌশল।
তিনি আরও বলেন, কড়াইল বস্তিতে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে তারেক রহমান একটি কার্ড দেখিয়ে ভোটারদের নানা প্রতিশ্রুতি দিয়েছেন, যা নৈতিক ও আইনি নিয়মের লঙ্ঘন। সারজিস আলম অভিযোগ করেন, সেই কার্ড বাস্তব নয় এবং সরকারের গঠন নিশ্চয়তা নেই।
সারজিস আলম বলেন, বিএনপির স্থানীয় ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা ভোটার ও সনাতন ধর্মাবলম্বীদের ওপর ভয় সৃষ্টি করছে, যা গ্রহণযোগ্য নয়। তিনি স্পষ্ট করেন, ছোটখাটো দলকে লক্ষ্য করে অভিযোগ না করলেও **ভয়ের রাজনীতি বাংলাদেশে চলবে না।
এনসিপি নেতা বলেন, তারা ভোট চাইতে পারে, কিন্তু ‘ভোট না দিলে দেখে নেওয়া হবে’ ধরনের ভাষা গ্রহণযোগ্য নয়। এছাড়া, যদি কার্ডে চাল, ডাল, তেল দেওয়ার প্রতিশ্রুতি থাকে, তাহলে জনগণকে অক্ষম করার চেষ্টা হিসেবে দেখা হবে। সারজিস আলম যোগ করেন, তারা একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে এবং প্রশাসনের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবেন।
মানবকণ্ঠ/আরআই




Comments