কাজিপুরে নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মো. ফেরদৌস হাসান (১৯) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে ডুবুরি দল নদীর তলদেশ থেকে তার মরদেহটি উদ্ধার করে। নিহত ফেরদৌস উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের কুনকুনিয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১টার দিকে ফেরদৌস কুনকুনিয়া এলাকায় নদীতে গোসল করতে নামেন। দীর্ঘ সময় পার হলেও তিনি ফিরে না আসায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে নদীর তীরে তার জামা ও জুতা পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়।
বিকেল ৫টার দিকে কাজিপুর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও প্রত্যক্ষদর্শী কেউ তাকে নদীতে নামতে না দেখার কারণে এবং রাতে উদ্ধার অভিযানের সীমাবদ্ধতা থাকায় বৃহস্পতিবার অভিযান শুরু করা সম্ভব হয়নি। পরবর্তীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে রাজশাহী বিভাগীয় ডুবুরি দলের সাথে যোগাযোগ করা হয়। শুক্রবার ভোরে চাঁপাইনবাবগঞ্জ থেকে ডুবুরি দল রওনা দিয়ে সকাল ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
দীর্ঘ কয়েক ঘণ্টার অনুসন্ধানের পর বিকেল ৩টা ৩৫ মিনিটের দিকে নদীর তলদেশের একটি গভীর গর্ত (খাদ) থেকে ফেরদৌসের মরদেহ উদ্ধার করেন ডুবুরিরা। এ সময় উপজেলা প্রশাসনের প্রতিনিধি, থানা পুলিশ ও রিভার পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে যুবকের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নদীতে নামার ক্ষেত্রে সর্বসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments