Image description

মুন্সীগঞ্জের গজারিয়ায় নির্বাচনী প্রচারণা চলাকালে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।  এতে উভয়পক্ষের অন্তত ৩ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে উপজেলার গজারিয়া ইউনিয়নের সোনালী মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।  আহতরা হলেন— মামুন (৪৭), মানিক (৪২) ও আল আমিন (২৫)। তবে তাদের আঘাত গুরুতর নয় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জ-৩ আসনের ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থকরা একটি মিছিল নিয়ে সোনালী মার্কেট এলাকা অতিক্রম করছিল। ওই সময় ধানের শীষ প্রতীকের প্রার্থীর সমর্থকদের সাথে তাদের মুখোমুখি অবস্থান তৈরি হয়। উভয়পক্ষ পাল্টাপাল্টি স্লোগান দেওয়া শুরু করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দুই পক্ষ লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে লাঠির আঘাত ও কিলঘুষিতে ৩ জন আহত হন।

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আলী জানান, বিকেল পৌনে পাঁচটার দিকে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মানবকণ্ঠ/ডিআর