Image description

জামালপুরের সরিষাবাড়ী উপজেলাবাসীর রেলপথে যাতায়াতের ভোগান্তি দূর করতে ট্রেন আটকে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে ‘রেলওয়ে সংস্কার কমিটি’। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ‘জামালপুর এক্সপ্রেস’ ট্রেনটি প্রায় আধা ঘণ্টা আটকে রেখে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে সরিষাবাড়ী-ময়মনসিংহ-ঢাকা রেলপথে যমুনা, অগ্নিবীণা ও জামালপুর এক্সপ্রেস নামে তিনটি আন্তঃনগর ট্রেন চলাচল করে। কিন্তু অগ্নিবীণা ও জামালপুর এক্সপ্রেস ট্রেনের সময়সূচি নিয়ে দীর্ঘদিনের ভোগান্তি রয়েছে। ট্রেন দুটি খুব অল্প সময়ের ব্যবধানে যাতায়াত করায় একদিকে যেমন কর্তৃপক্ষের লোকসান হচ্ছে, অন্যদিকে যাত্রীরা সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না।

বক্তারা আরও অভিযোগ করেন, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনগুলো বিকেলে তারাকান্দি পৌঁছালেও ঢাকা যাওয়ার সময় অনেক দেরি হয়ে যায়। ফলে গভীর রাতে ট্রেন থেকে নেমে যাত্রীরা ছিনতাইকারীর কবলে পড়াসহ নানা নিরাপত্তা ঝুঁকিতে থাকেন।

রেলওয়ে সংস্কার কমিটির উত্থাপিত দাবিগুলো হলো
১. অগ্নিবীণা ও জামালপুর এক্সপ্রেসের মধ্যে যেকোনো একটি ট্রেন ঢাকা থেকে রাতে এবং জামালপুর থেকে ভোরে ছাড়ার সময়সূচি নির্ধারণ করা।
২. জামালপুর এক্সপ্রেস ট্রেনটিকে তার আগের রুট যমুনা সেতু (পূর্ব) দিয়ে চলাচলের ব্যবস্থা করা।
৩. বন্ধ থাকা ধলেশ্বরী ট্রেনটি পুনরায় চালু করে সেটি যমুনা সেতু (পশ্চিম) স্টেশন পর্যন্ত বর্ধিত করা যাতে উত্তরবঙ্গের সাথে যাতায়াত সহজ হয়।

সরিষাবাড়ী রেলওয়ে সংস্কার কমিটির আহ্বায়ক কবি ও সাংবাদিক জাকারিয়া জাহাঙ্গীরের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন— যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, সদস্য সচিব সোহানুর রহমান সোহান, রিফাতুজ্জামান রিফাত, ফরিদ সরকার ও নূর সরকার প্রমুখ।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে এসব যৌক্তিক দাবি পূরণ করা না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

মানবকণ্ঠ/ডিআর