কক্সবাজারের চকরিয়ায় ব্যাটারিচালিত অটোরিকশা থেকে ‘জয়বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে ছয় কিশোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে চকরিয়া থানার সামনে থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন— মো. মারুফ (২০), মো. সাজ্জাদ (১৯), শোয়াইব (২২), মো. মারুফ (১৭), ওমর ফারুক (১৮) ও রাফি (১৬)।
প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা হলে তারা জানান, শুক্রবার বিকালে হঠাৎ করে অটোরিকশা নিয়ে কয়েকজন কিশোর থানার সামনে দিয়ে যাওয়ার সময় জয়বাংলা স্লোগান দেন। এরপর স্থানীয়রা নিষেধ করলেও তারা তোয়াক্কা না করে স্লোগান দিতে থাকেন। এ সময় ওসি মো. মনির হোসেন থানার মূল ফটকেই ছিলেন। তাৎক্ষণিকভাবে তিনি নিজে ধাওয়া দিয়ে অটোরিকশাসহ ৬ কিশোরকে আটক করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার ওসি মো. মনির হোসেন জানান, অটোরিকশা নিয়ে ছদ্মবেশে কয়েকজন কিশোর জয়বাংলা স্লোগান দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছিলেন। তাদের ধাওয়া দিয়ে অটোরিকশাসহ ছয় কিশোরকে আটক করা হয়। যাচাই-বাছাইয়ের পর তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।




Comments