Image description

সাভারে ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশা চলাচলের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চালকরা। তবে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান আলীর মধ্যস্থতা ও আশ্বাসে চালকরা সড়ক ছেড়ে দিলে প্রায় আধা ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে সাভারের পাকিজা এলাকায় মহাসড়কের ওপর অবস্থান নিয়ে এই অবরোধ কর্মসূচি পালন করেন চালকরা।

সরেজমিনে দেখা যায়, হঠাৎ করে মহাসড়ক অবরোধ করার ফলে সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকে পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে কর্মস্থলগামী মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং সাধারণ পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন। তীব্র যানজট মহাসড়ক ছাড়িয়ে আশপাশের শাখা সড়কেও ছড়িয়ে পড়ে।

অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান সাভার মডেল থানার ওসি আরমান আলীসহ পুলিশের একাধিক টিম। এসময় ওসি আন্দোলনরত চালকদের সঙ্গে কথা বলেন এবং তাদের দাবি-দাওয়াগুলো শোনেন। তিনি চালকদের বোঝান যে, মহাসড়কে অবরোধের কারণে সাধারণ মানুষের জানমালের ক্ষতি হচ্ছে এবং এটি আইনত দণ্ডনীয়। দাবি আদায়ের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস দিয়ে তিনি শান্তিপূর্ণভাবে সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানান।

ওসির এই আশ্বাসের পর চালকরা মহাসড়ক থেকে সরে গেলে দুপুর ১২টার দিকে পুনরায় যান চলাচল শুরু হয় এবং ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান আলী বলেন, "মহাসড়ক অবরোধের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছিল। খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে গিয়ে চালকদের সঙ্গে আলোচনা করি এবং তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।"

উল্লেখ্য, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী মহাসড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল আইনগতভাবে নিষিদ্ধ থাকলেও চালকরা জীবিকার স্বার্থে চলাচলের সুযোগ চেয়ে এই অবরোধ পালন করেন।

মানবকণ্ঠ/ডিআর