দেশের এক ইঞ্চি সম্মানও কারও কাছে বন্ধক দেব না: জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘শহীদ আবু সাঈদরা দেশের জন্য যেভাবে বুক পেতে দিয়েছিল, আমরাও প্রয়োজনে সেভাবে বুক পেতে দেব। কিন্তু দেশের এক ইঞ্চি পরিমাণ সম্মানও কারও কাছে বন্ধক দেব না।’
শনিবার (২৪ জানুয়ারি) রংপুরের পীরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, আগামী দিনে দেশের নেতৃত্ব তরুণদের হাতে তুলে দিয়ে জামায়াত নেপথ্যে থেকে শক্তি, সাহস ও সমর্থন জোগাবে।
কবর জিয়ারত শেষে তিনি শহীদ আবু সাঈদের বাবা-মা ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান।
আবু সাঈদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে তিনি বলেন, ‘আমরা আপনার সন্তানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করব। শহীদদের রক্ত বৃথা যেতে দেব না।’
আন্দোলনের কঠিন সময়ের কথা উল্লেখ করে জামায়াত আমির বলেন, ‘কঠিন সংকটেও আমরা আপনাদের ছেড়ে যাইনি, পালাইনি। ভবিষ্যতেও পালাব না। পরিস্থিতি যা-ই হোক, আমরা সবসময় আপনাদের পাশেই থাকব।’
যুবসমাজের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা যুবকদের কথা দিয়েছি, আল্লাহ তৌফিক দিলে তোমাদের প্রত্যাশার বাংলাদেশ আমরাই গড়ে তুলব। সমাজের চাবি ও নেতৃত্ব আমরা তোমাদের হাতে তুলে দেব। আমরা পেছন থেকে তোমাদের শক্তি ও সাহস দিয়ে যাব। ইনশা আল্লাহ, তোমরা আগামীর নেতৃত্বের জন্য তৈরি হও।’
আগামী নির্বাচন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ‘নির্বাচনে তোমাদের ভোটের সঠিক প্রতিফলন হতে হবে। তোমরা তোমাদের পছন্দমতো ভোট দেবে। যুবকদের ভোট নিয়ে যেন কেউ কোনো ধরনের হেলাফেলা করতে না পারে, সেজন্য তোমাদের "জুলাই যোদ্ধা" হয়ে লড়তে হবে এবং জনতার বিজয় ছিনিয়ে আনতে হবে।’
এ সময় জামায়াতে ইসলামীর স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments