Image description

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও অন্তত ২২ জন আহত হয়েছেন। শনিবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার জিরোপয়েন্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর চিলিকুন দরবার শরীফে যাওয়ার উদ্দেশ্যে মিঠামইন থেকে একটি যাত্রীবাহী পিকআপ ছেড়ে আসে। পিকআপটি অষ্টগ্রামের জিরোপয়েন্ট এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এসময় দ্রুতগামী পিকআপটি রাস্তার পাশে খাদে পড়ে গেলে গাড়িতে থাকা যাত্রীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনায় আহত হাদিস মিয়া (৫৫) অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় এবং নূরে আলম (৪৫) বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যুবরণ করেন। নিহত হাদিস মিয়া মিঠামইন উপজেলার মালিয়ন্ধ গ্রামের মৃত আলী হোসেনের ছেলে এবং নূরে আলম একই উপজেলার বরা গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, আহত ২২ জনের মধ্যে মো. আরাফ আলী (৬০), জালাল মিয়া (৪৫), মোহাম্মদ রিশাদ (১৮), সাইম মিয়া (১৩), ফাহিম মিয়া (১৬) ও মো. হাকিমের (৪৮) অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সবাই মিঠামইন উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেব খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মানবকণ্ঠ/ডিআর