Image description

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়ন যুবদলের সাবেক সহসভাপতি লিটন মিয়ার বাড়িতে পেপসির বোতলে পেট্টোল ও ককটেল সদৃশ বস্তু নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

রোববার (২৫ জানুয়ারি) গভীর রাত আড়াইটার দিকে ওই ইউনিয়নের চাপারকোনা পূর্বচর এলাকায় এ ঘটনা ঘটে। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

লিটন মিয়া অভিযোগ করেন, মধ্যরাতে একদল দুর্বৃত্ত অতর্কিত তার ঘরের দেয়াল লক্ষ্য করে বোতলে ভরা পেট্টোল ও লাল টেপ দিয়ে মুড়ানো ককটেল সদৃশ বস্তু  ছুড়ে মারে। এসময় ছোঁড়া বস্তুতে আগুন ধরে যায়। একইসময় দুর্বৃত্তরা তার ছোট ভাই মিজানুর রহমানের টিনের ঘর এলোপাতাড়ি কুপিয়ে ভাঙচুর করে রেখে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হতে পারে বলে স্থানীয়দের ধারণা। এলাকায় রাজনৈতিক সংঘাতের শঙ্কা বিরাজ করছে।

এব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, "খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সকালে আমি নিজেও যাচ্ছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"