আদালত চত্বরে 'জয় বাংলা স্লোগান' দেওয়া ছাত্রলীগের ৫ কর্মীকে কারাগারে প্রেরণ
রাজবাড়ীতে আদালত চত্বরে পুলিশের সামনে প্রকাশ্যে জয় বাংলা শ্লোগান দিয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্ঠার পর রাজবাড়ী শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মোট ৫জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানাগেছে, গত ১৬ জানুয়ারি বিমানবন্দর ইমিগ্রেশন থেকে গ্রেপ্তার রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি শাহিন শেখ এর গতকাল রোববার আদালতে হাজিরার জন্য আদালতে আনা হলে তার সমর্থনে প্রকাশ্যে জয় বাংলা স্লোগান দিয়ে নৈরাজ্য সৃষ্টি চেষ্ঠা করে। এরপর শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের মধ্যে ৫জনকে গ্রেপ্তার করা হয়।
পরে, ৩০ আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরক ও হত্যাচেষ্টা মামলায় তদন্তে প্রাপ্ত আসামী দেখিয়ে ৫ আসামীকে সোমবার বিকেলে আদালতে প্রেরণ করা হলে তাদের কারাগারে প্রেরণ করে রাজবাড়ীর ১নং আমলী আদালত।
এ বিষয়ে রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার জিয়াউর রহমান এনটিভিকে বলেন, রাজবাড়ীতে আদালত চত্বরে প্রকাশ্যে জয় বাংলা শ্লোগান দিয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্ঠার পর রাজবাড়ী শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মোঃ জনি শেখ, মোঃ তৌফিক আহম্মেদ তাহিম, মোঃ শান্ত শেখ, মোঃ সাজ্জাদ হোসেন, মোঃ মুনজেল শেখ সহ মোট ৫জন আসামীকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।




Comments