ঢাকার কেরানীগঞ্জে বিএনপির রাজনীতি থেকে সরে এসে ৩ শতাধিক নেতাকর্মী নিয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা মিরাজুল আলম মাশরুর।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে ঢাকা-২ আসনের তারানগর ইউনিয়নের বান্দের ঘাট এলাকায় এক নির্বাচনী জনসভায় তারা দলবদল করেন।
ঢাকা-২ আসনে জামায়াত মনোনীত ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী কর্নেল (অব.) আব্দুল হকের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এই সভায় আনুষ্ঠানিকভাবে যোগদান অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এ সময় ঢাকা জেলা জামায়াতের আমির মাওলানা দেলোয়ার হোসেন নবযোগদানকৃতদের দলীয় ফরম পূরণ করিয়ে এবং ফুল দিয়ে বরণ করে নেন।
কেন বিএনপি ছেড়ে জামায়াতে যোগদান করলেন—এমন প্রশ্নের জবাবে মিরাজুল আলম মাশরুর বলেন, “৫ই আগস্টের পর কেরানীগঞ্জে বিএনপির কিছু নেতাকর্মী ব্যাপক চাঁদাবাজি এবং সন্ত্রাসের সাথে জড়িয়ে পড়েছেন। আমরা যারা পরিচ্ছন্ন ও সৎ রাজনীতি করতে চাই, তারা এই অপরাধের দায় নিতে পারি না। অন্যদিকে, জামায়াতে ইসলামীর কোনো নেতাকর্মীকে সারা দেশের কোথাও চাঁদাবাজি বা সন্ত্রাসের সাথে জড়িত হতে দেখিনি। তাদের এই পরিচ্ছন্ন আদর্শ দেখে অনুপ্রাণিত হয়েই আমি জামায়াতে যোগ দিয়েছি।”
এ সময় ঢাকা-২ আসনের প্রার্থী কর্নেল (অব.) আব্দুল হক নবযোগদানকৃতদের অভিনন্দন জানিয়ে বলেন, “কেরানীগঞ্জ ও সাভারের আংশিক নিয়ে গঠিত এই আসনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে যারা আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তাদের মোবারকবাদ জানাই। আমরা সবাই মিলে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত এক ইনসাফপূর্ণ সমাজ হিসেবে গড়ে তুলবো।”
কেরানীগঞ্জ মডেল থানা জামায়াতের আমির আব্দুর রহিম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ইঞ্জিনিয়ার তৌফিক হাসানসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মানবকণ্ঠ/ডিআর




Comments