Image description

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের বিশাল নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে কালিশুরী বিদ্যালয় মাঠে আয়োজিত এই সমাবেশে তিনি কালিশুরীর সার্বিক উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিতের একগুচ্ছ প্রতিশ্রুতি দেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, "কালিশুরী ইউনিয়নবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করা। আমি নির্বাচিত হলে আপনাদের সঙ্গে নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত পুলিশ ফাঁড়ি বাস্তবায়নের উদ্যোগ নেব। এর মাধ্যমে এলাকার চুরি, ডাকাতি ও নানা অপরাধ দমন করে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হবে।"

ব্যবসায়ীদের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, "কালিশুরীর ব্যবসায়ীরা এই এলাকার অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের প্রসারে বাজার ব্যবস্থার আধুনিকীকরণ ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন করা হবে।"

শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, "ইউনিয়নের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিক শিক্ষা উপকরণ নিশ্চিত করা হবে। মেধাবী শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে বিশেষ বৃত্তির ব্যবস্থা করা হবে। সুপেয় পানি, বিদ্যুৎ ও উন্নত স্বাস্থ্যসেবার মতো মৌলিক নাগরিক সুবিধা পৌঁছে দেওয়া হবে ঘরে ঘরে।"

ড. মাসুদ তাঁর বক্তব্যে স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, "একটি দুর্নীতিমুক্ত সমাজ ও আধুনিক কালিশুরী গড়ার এই লড়াইয়ে আপনাদের সমর্থনই আমার মূল শক্তি। ইনশাআল্লাহ, আমরা সবাই মিলে একটি বৈষম্যহীন নতুন বাউফল গড়ে তুলবো।"

কালিশুরী ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং হাজার হাজার সাধারণ মানুষের উপস্থিতিতে সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। সমাবেশে নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে, যা এলাকায় ড. মাসুদের পক্ষে বড় ধরনের জনসমর্থনের বার্তা দিচ্ছে।

মানবকণ্ঠ/ডিআর