Image description

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে নিয়ে অশ্লীল, কুরুচিপূর্ণ ও নারী বিদ্বেষী বক্তব্য দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় নাটোর জেলা বিএনপির সদস্য রঞ্জিত কুমার সরকারকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ ও সদস্য সচিব মো. আসাদুজ্জামান আসাদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়েছে, রঞ্জিত কুমার সরকার দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর নির্বাচনী সভায় উপস্থিত হয়ে অশালীন ও নারী বিদ্বেষী বক্তব্য দিয়েছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও কেন্দ্রীয় নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য সচিব অ্যাড. রুহুল কবির রিজভীর নির্দেশে তাকে প্রাথমিক সদস্যপদসহ সকল পদ-পদবি থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। দলীয় নেতাকর্মীদের তার সঙ্গে যেকোনো যোগাযোগ না করারও নির্দেশ দেওয়া হয়েছে।

জানা যায়, গত শনিবার বিকেলে লালপুর উপজেলার আজিমনগর রেল স্টেশনের কড়ইতলায় স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর নির্বাচনী সভায় রঞ্জিত কুমার সরকার এই কুরুচিপূর্ণ বক্তব্য দেন। ভিডিওটি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং তীব্র সমালোচনার সৃষ্টি হয়।

এ ঘটনায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেন মোবাইল কোর্ট পরিচালনা করে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

নাটোর জেলা বিএনপির সদস্য সচিব মো. আসাদুজ্জামান আসাদ বলেন, প্রার্থীকে নিয়ে অকথ্য ও নারী বিদ্বেষী বক্তব্য দেওয়ায় কেন্দ্রের নির্দেশ অনুসারে রঞ্জিত কুমার সরকারকে সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এ ঘটনা নির্বাচনী এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং দলীয় শৃঙ্খলা রক্ষায় বিএনপির কঠোর অবস্থানের প্রমাণ হিসেবে দেখা হচ্ছে।