Image description

সিলেট বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী বলেছেন, ‘হ্যাঁ’ ভোট দিলে স্বৈরতন্ত্রের অবসান হবে। ব্যক্তিতন্ত্র ও পরিবারতন্ত্রের রাজনীতি থেকে দেশকে মুক্ত করতে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের কোনো বিকল্প নেই।

তিনি বলেন, অতীতে দিনের ভোট রাতে হয়েছে, সংসদে গান-বাজনার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এসবের পুনরাবৃত্তি রোধ করতে এবং ফ্যাসিবাদের চিরতরে কবর দিতে সবাইকে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় মাধবপুর উপজেলা পরিষদ চত্বরে গণভোটের প্রচারণা উপলক্ষে ভোটের গাড়ি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। 

এছাড়াও উপস্থিত ছিলেন, মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ বিন কাশেম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুজিবুল ইসলাম, সহকারী পুলিশ সুপার একেএম সালিমুল হক, মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুব মোরশেদ খানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মসজিদের ইমাম, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠান শেষে বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী মাধবপুর উপজেলা শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে নবরূপে দীর্ঘদিন বন্ধ থাকা মাধবপুর উপজেলা পাবলিক লাইব্রেরির সংস্কারকৃত ভবনের উদ্বোধন করেন।