নারায়ণগঞ্জের রূপগঞ্জে আব্দুর রাজ্জাক ও রওশন আরা স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে সামাজিক উন্নয়নে অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে সাংবাদিকসহ ১০ জনকে গুনীজন সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার নগরপাড়া সরকারির প্রাথমিক বিদ্যালয় মাঠে তাদের এ সংর্ধনা প্রদান করা হয়।
এসময় ব্রাইট শিশু কানন কিন্ডার গার্টেন এন্ড হাই স্কুলে ক্রিয়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কালের কন্ঠের সাংবাদিক রাসেল আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আইভী ফেরদৌস, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গুলজার হোসেন ভুইয়া, মোহনা টেলিভিশনের সাংবাদিক ছাত্তার আলী সোহেলসহ আরো অনেকে।
এসময় বিভিন্ন ক্যাটাগরিতে যমুনা টেলিভিশনের জয়নাল আবেদীন জয়, একাত্তর টেলিভিশনের রিয়াজ হোসেন, জাগো নিউজের নাজমুল হুদা, বৈশাখী টেলিভিশনের আতাউর রহমান সানীসহ ১০ গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়।




Comments