Image description

রাজশাহীতে এক সাংবাদিকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই সাংবাদিককেও নিজ ঘর থেকে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর হড়গ্রাম বাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে পুলিশ তাদের উদ্ধার করে।

নিহত নারীর নাম রওশন আরা (৫০)। তার স্বামী গোলাম কিবরিয়া কামাল (৫৫), যিনি সাংবাদিক মহলে ‘কামাল মালিক’ নামে পরিচিত। তিনি বর্তমানে স্থানীয় দৈনিক ‘রাজশাহী সংবাদ’-এর উপসম্পাদক হিসেবে কর্মরত।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ওই বাসার তৃতীয় তলায় যান। সেখানে মেঝেতে রওশন আরার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। একই সময় সাংবাদিক কামাল মালিককে বিছানায় গুরুতর জখম অবস্থায় পাওয়া যায়। দ্রুত তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রওশন আরাকে মৃত ঘোষণা করেন।

রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিল্লাল উদ্দিন জানান, রওশন আরার গলায় কাপড় পেঁচানো ছিল। ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা সম্ভব নয়। অন্যদিকে, কামাল মালিকের হাত ও পায়ে ধারালো অস্ত্রের গভীর ক্ষত রয়েছে। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তার অবস্থা সংকটাপন্ন। তাকে আইসিইউতে নেওয়া হচ্ছে।

রাজশাহী সংবাদ-এর সম্পাদক আহসান হাবীব অপু বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। কামালের হাত ও পায়ের রগ কেটে গেছে বলে ধারণা করা হচ্ছে। কীভাবে এমন ঘটনা ঘটল, তা আমরা এখনও বুঝতে পারছি না।”

রাজশাহী নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজীউর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট কাজ করছে। ঘটনার সময় বাড়িতে আর কেউ ছিল কি না এবং এটি হত্যাকাণ্ড না কি অন্য কিছু, তা তদন্ত করে দেখা হচ্ছে।