ছিনতাই নাটক সাজিয়ে ভায়রার ১০ লাখ টাকা আত্মসাতের চেষ্টা, গ্রেপ্তার ৩
মুন্সীগঞ্জে ভায়রার টাকা আত্মসাৎ করার জন্য নিজেই ভাড়া করে আনেন দুই ছিনতাইকারী। পরে ভাড়া করে আনা ছিনতাইকারী দিয়ে নিজের হাতে ভায়রার ১০ লক্ষ টাকা রেখে ছিনতাই করান সেই টাকা। পরে নিজেই ভাইরার বোনকে সাথে নিয়ে এসে থানায় করেন অভিযোগ।
এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আলদি বাজার এলাকায়। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকাল ৩ টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান মুন্সীগঞ্জের পুলিশ সুপার মিনহাজুল আলম।
প্রেস ব্রিফিংয়ে মুন্সীগঞ্জ পুলিশ সুপার বলেন, গত ২৮ ডিসেম্বর রিকাবী বাজার সিটি ব্যাংক হতে সদর উপজেলার দেওয়ান কান্দি গ্রামের আবুল খানের ছেলে প্রবাসী কাইয়ুম খান (৩৮) এর বিদেশ হতে পাঠানো দশ লক্ষ টাকা উত্তোলনের পর উক্ত টাকা নিয়ে ফিরছিলেন প্রবাসীর স্ত্রীর বোনের স্বামী শাহজালাল ওরফে সাহা (৩২)। এ সময় ওই প্রবাসীর স্ত্রী এবং প্রবাসী কাইয়ুম এর বোন হালিমা বেগম (৪৫) সাথে ছিলেন। তারা ব্যাটারি চালিত মিশুক নিয়ে মুন্সীগঞ্জ থেকে টঙ্গীবাড়ী উপজেলার সেরাজাবাদ গ্রামে ফিরছিলেন। পথে আলদী পাকা সড়কের ঋষিবাড়ি ব্রীজের উত্তর পাশে দুইজন ছিনতাইকারী মুখ বেধে নম্বরবিহীন একটি মোটর সাইকেল দিয়ে এসে তার টাকা ভর্তি ব্যাগটি ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর প্রবাসীর বোন হালিমা বেগম (৪৫) টঙ্গীবাড়ী থানায় এজাহার দায়ের করলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো হলো প্রবাসীর ভায়রা শাহজালাল হালদার ওরফে সাহা (৩৮) ও তার ভাড়া করা দুই ছিনতাইকারী খোকন হালদার (৩২) ও ইকবাল হোসেন (৩০)।
পুলিশ জানায়, ছিনতাই হওয়া টাকার মধ্যে এক লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে এবং মোটর সাইকেল জব্দ করা হয়েছে। অবশিষ্ট লুণ্ঠিত টাকার অবস্থান নির্ণয় করা হয়েছে। শীঘ্রই সেই টাকা উদ্ধার করা সম্ভব হবে।
পুলিশ আরো জানায়, জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে প্রবাসী কাইয়ুম খানের ভায়রা ভাই শাহজালাল হালদার ওরফে সাহা (৩৮) যিনি ব্যাংক থেকে টাকা তুলে টাকার ব্যাগটি নিজেই বহন করে নিয়ে যাচ্ছিলেন। তিনি এই ছিনতাইয়ের পরিকল্পনা ছিনতাইয়ের নাটক সাজান। শাহজালাল হালদার ওরফে সাহা (৩৮) তার অপর দুই বন্ধুর সহিত আলোচনা করে তার ভায়রা ভাইয়ের বিদেশ থেকে পাঠানো ১০ লক্ষ টাকা আত্মসাৎ এর উদ্দেশ্যে গ্রেপ্তারকৃত অপর দুই বন্ধুকে টাকাগুলো ব্যাগ সহ ইজিবাইকে যাওয়ার সময় ছিনিয়ে নেয়ার জন্য নির্দেশ দেন। পরে ওই দুই বন্ধু ছিনতাই করার চেষ্টাকালে তিনি কোন রকম প্রতিরোধ না করে সহজেই টাকার ব্যাগটি ছেড়ে দেন। পরবর্তীতে তারা নিজেদের মধ্যে টাকা ভাগাভাগি করে নেন।




Comments