Image description

চাঁদপুরের মতলব পৌরসভার ৪নং ওয়ার্ডের চরমুকন্দি এলাকায় একটি পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। 

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত ওই এলাকার বিভিন্ন স্থানে এই ঘটনা ঘটে। কুকুরের কামড়ে আক্রান্তদের মধ্যে অধিকাংশ শিশু হওয়ায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ একটি পাগলা কুকুর পথচারীদের ওপর আক্রমণ শুরু করে। কুকুরের কামড়ে আহতদের মধ্যে রয়েছেন— রাফি (৭), ফরহাদ (৮), আশরাফুল (৬), শান্ত (৬), হোসাইন (৬), নাফিজা আক্তার (১২), অর্পণ (৬), জাহিদ (২৬), নবীর (২২), হোসাইন (৩), আমির হামজা (৭), জিহানা (৮), জারা (৩) ও শাফায়াত (৫) সহ প্রায় ২০ জন। আহতদের দ্রুত উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় বাসিন্দা মিজান পাটোয়ারী ও শামীম দেওয়ান ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। পৌরসভা কর্তৃপক্ষের পক্ষ থেকে নিয়মিত কুকুর নিধন বা ভ্যাকসিনের ব্যবস্থা না থাকায় কুকুরের উপদ্রব এখন ভয়াবহ রূপ নিয়েছে। তারা দ্রুত এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে মতলব পৌরসভার সচিব সাইফুর রহমান বলেন, "ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আমরা অবগত হয়েছি। এটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি নিয়ে দ্রুত যথাযথ কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।"

মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম রায়হান জানান, হাসপাতালে কুকুরের কামড়ের ভ্যাকসিন (এআরভি) মজুত না থাকায় আহতদের প্রাথমিক ও প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়েছে। বর্তমানে সবাইকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর