Image description

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ সাহেদুল ইসলাম সজিব (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। 

শনিবার (৩১ জানুয়ারি) ভোররাতে দোহাজারী পৌরসভার বার্মা কলোনি এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত সজিব সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের ভোরবাজার পশ্চিম পাড়া এলাকার মোহাম্মদ মনিরুল ইসলামের ছেলে।

আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাত ২টায় সেনাবাহিনীর ১২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি’র ক্যাপ্টেন ইবতিসাম জাওয়াদ দিয়াব-এর নেতৃত্বে একটি টহল দল দোহাজারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডস্থ শঙ্খ নদীর দক্ষিণ তীর ঘেঁষে অবস্থিত বার্মা কলোনিতে অভিযান চালায়। অভিযানে সাহেদুল ইসলাম সজিবকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াছ খান পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সেনাবাহিনী কর্তৃক আটককৃত সজিবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ শনিবার বিকেলেই তাকে সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।”

মানবকণ্ঠ/ডিআর