গাজীপুরের টঙ্গীতে বিকাশের মানি কালেক্টরকে গুলি ও কুপিয়ে প্রায় ১৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত সংঘবদ্ধ ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১।
শনিবার (৩১ জানুয়ারি) ভোর পর্যন্ত মহানগরীর পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গত ১৩ ডিসেম্বর বিকেলে টঙ্গীর ‘মেসার্স ডে অ্যান্ড সন্স’-এর দুই বিকাশ কর্মী মো. আজাদ (৩১) ও আরিফুর রহমান (২৬) বিভিন্ন ডিস্ট্রিবিউশন পয়েন্ট থেকে ১৪ লাখ ৭৭ হাজার টাকা সংগ্রহ করে অফিসে ফিরছিলেন। পথিমধ্যে টঙ্গী পূর্ব থানাধীন আনারকলি রোডে ৭-৮ জনের একটি সশস্ত্র ডাকাত দল তাদের পথরোধ করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে ডাকাতরা প্রকাশ্যে আরিফুর রহমানের পেটে গুলি করে এবং মো. আজাদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এরপর তারা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়।
দিনদুপুরে সংঘটিত এই দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর প্রেক্ষিতে র্যাব-১ গোয়েন্দা নজরদারি জোরদার করে এবং ঘটনার সাথে জড়িত ডাকাত চক্রের সদস্যদের শনাক্ত করতে সক্ষম হয়। এরই ধারাবাহিকতায় পরিচালিত অভিযানে গ্রেপ্তার করা হয়— রাজিব হাসান লিটন (৩৮), মো. শহীদুল ইসলাম (৪৪) ও সঞ্জয় চন্দ্র শীল (৩৬)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতি ও ছিনতাইয়ের সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে।
র্যাব-১-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) মোঃ রাকিব হাসান জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর মহানগর পুলিশের টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধীদের দমনে র্যাবের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments