গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের কদমতলী এলাকায় যাত্রীবাহী একটি অটোবাইক উল্টে আমিরুল ইসলাম (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহত আমিরুল ইসলাম সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বকশিপাড়ার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে বকশিপাড়া এলাকা থেকে ৮-৯ জন যাত্রী নিয়ে একটি অটোবাইক জামায়াতে ইসলামীর একটি গণমিছিলে অংশ নিতে আসছিল। পথে শহর সংলগ্ন কদমতলী এলাকায় পৌঁছালে অটোবাইকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। এতে অটোতে থাকা সব যাত্রী ছিটকে পড়ে আহত হন।
আহতদের মধ্যে আমিরুল ইসলামের অবস্থা গুরুতর হওয়ায় তাকে দ্রুত উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে জরুরি ভিত্তিতে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রংপুরে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments