নাটোর-১ আসন
১৭ বছরের ভঙ্গুর অবস্থা থেকে বিএনপিই পারে দেশকে বাঁচাতে: পুতুল
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফারজানা শারমিন পুতুল বলেছেন, “দীর্ঘ ১৭ বছরের ভঙ্গুর অবস্থা থেকে বিএনপিই পারে এই দেশকে ঘুরে দাঁড় করাতে। আমাদের মনে রাখতে হবে, আমরা কেউ আর ৫ আগস্টের আগের বাংলাদেশে ফিরে যেতে চাই না।”
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফারজানা শারমিন পুতুল বলেন, “লালপুর-বাগাতিপাড়ায় অবকাঠামোগত অনেক সমস্যা রয়েছে। তবে গত ১৫ বছরে বাংলাদেশে যে মানবিকতার বিপর্যয় ঘটানো হয়েছে, সেটিই দেশের সবচেয়ে বড় সমস্যা। মানুষের মধ্যে ঘৃণা, হিংসা ও বৈষম্যের রাজনীতি ছড়িয়ে দেওয়া হয়েছিল। আমাদের সেই অন্ধকার জায়গা থেকে ফিরে আসতে হবে।”
তিনি আরও বলেন, “যোগ্যতা থাকা সত্ত্বেও গত ১৭ বছরে অনেক বিএনপি নেতাকর্মীর ছেলেমেয়ের চাকরি হয়নি। কিন্তু আমরা সেই প্রতিহিংসার রাজনীতি করব না। আওয়ামী লীগের যারা একসময় আমাদের ওপর নির্যাতন চালিয়েছেন, পট পরিবর্তনের পর আমরা উল্টো তাদের ঘর পাহারা দিয়ে মানবিকতার পরিচয় দিয়েছি।”
এলাকার উন্নয়ন নিয়ে আক্ষেপ প্রকাশ করে পুতুল বলেন, “বিগত ২০ বছরে এই এলাকায় কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। মরহুম ফজলুর রহমান পটলের মৃত্যুর পর লালপুর-বাগাতিপাড়ার উন্নয়ন থমকে গেছে। একটি আধুনিক ও উন্নয়নমুখী বাগাতিপাড়া গড়তে আপনাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে।”
দলের বিদ্রোহী বা বিভ্রান্তি সৃষ্টিকারীদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “আমাদের প্রোগ্রামে আসতে অনেককে বাধা দেওয়া হচ্ছে। যারা ধানের শীষের মানুষকে বিপথগামী করতে চাইবেন, জনগণই তাদের উপযুক্ত জবাব দেবে।”
দয়ারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাজদার রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— নাটোর জেলা বিএনপির আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশারফ হোসেন, সাবেক সদস্য সচিব হাফিজুর রহমান, সাবেক যুগ্ম-আহ্বায়ক নেকবর হোসেনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী।
মানবকণ্ঠ/ডিআর




Comments