মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া পদ্মা সেতু এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নাইম (২০) নামে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে এই দুর্ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত রাত ৮টা নাগাদ ফায়ার সার্ভিসের দুটি ডুবুরি দল তার সন্ধানে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।
নিখোঁজ নাইম মিরপুর সেনানিবাসের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) সিভিল মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র বলে জানা গেছে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, বিকেল সাড়ে ৩টার দিকে এমআইএসটির ১৮ জন ছাত্র একটি নৌকা নিয়ে পদ্মা সেতু দেখতে মাওয়ায় যান। পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে পৌঁছালে তিন বন্ধু নদীতে গোসলের উদ্দেশ্যে ঝাঁপ দেন। এদের মধ্যে দুজন ছাত্র সাঁতরে নৌকায় উঠতে সক্ষম হলেও নাইম নদীর প্রবল স্রোতে তলিয়ে যান।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান মোঃ আজাদ রাত ৮টার দিকে জানান, বিকেল ৪টার দিকে সংবাদ পাওয়ার পর থেকেই মুন্সীগঞ্জ ও ঢাকা ফায়ার সার্ভিসের দুটি অভিজ্ঞ ডুবুরি দল উদ্ধার কাজে অংশ নিয়েছে। তবে অন্ধকারের কারণে উদ্ধার অভিযানে কিছুটা বিঘ্ন ঘটছে। এখন পর্যন্ত নিখোঁজ ওই ছাত্রের কোনো সন্ধান পাওয়া যায়নি।
মানবকণ্ঠ/ডিআর




Comments