Image description

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, “দেশের সাধারণ মানুষ এখন তারেক রহমানের মাঝে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে খুঁজে পাচ্ছে। সে কারণেই মানুষ তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের পরিকল্পনার মধ্যে নতুন করে বেঁচে থাকার দিশা খুঁজে পেয়েছে।”

শনিবার (৩১ জানুয়ারি) সকালে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা গ্রামে নিজ বাড়িতে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নির্বাচনী কার্যক্রমের অগ্রগতি নিয়ে মতবিনিময় করেন।

পথসভায় সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, “ধানের শীষে ভোট দিলেই এ অঞ্চলের দীর্ঘদিনের অবহেলা ও বঞ্চনার অবসান ঘটবে। ময়মনসিংহ-১ আসনের মানুষ দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। বিগত সময়ে উন্নয়নের নামে কেবল লুটপাট হয়েছে। এই জনপদের মানুষের ভাগ্য পরিবর্তনের একমাত্র পথ হলো ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনা।”

তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করলে দেশে গণতন্ত্র, আইনের শাসন এবং মানুষের ভোটের অধিকার সুসংহত হবে। কোনো ধরনের রাজনৈতিক প্রতিহিংসা নয়, বরং সবার জন্য সমান অধিকার নিশ্চিত করা হবে।

নিজের নির্বাচনী প্রতিশ্রুতি ব্যক্ত করে প্রিন্স বলেন, “আপনাদের ভোটে নির্বাচিত হলে হালুয়াঘাট ও ধোবাউড়াকে একটি পরিকল্পিত, আধুনিক ও আলোকিত জনপদে রূপান্তর করা হবে। বিশেষ করে কৃষি ও কর্মসংস্থানের ওপর গুরুত্ব দিয়ে যুব সমাজের বেকারত্ব দূরীকরণে নতুন নতুন সুযোগ সৃষ্টি করা হবে।” জনপ্রতিনিধি হিসেবে তিনি জনগণের কাছেই জবাবদিহি করবেন এবং এলাকার উন্নয়নে জনগণের পরামর্শ অনুযায়ী কাজ করবেন বলে অঙ্গীকার করেন।

শেষে তিনি আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশ ও জনগণের ভবিষ্যৎ নিরাপদ করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

মানবকণ্ঠ/ডিআর