লক্ষ্মীপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো তিন দিনের সুন্নি এস্তেমা
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে লক্ষ্মীপুরে সম্পন্ন হয়েছে তিন দিনব্যাপী বার্ষিক সুন্নি এস্তেমা।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর সাইফিয়া দরবার শরীফ প্রাঙ্গণে আয়োজিত এই এস্তেমার আখেরি মোনাজাত পরিচালনা করেন গদিনিশীন পীর মাওলানা শাহ্ মোহাম্মদ আতায়ে রাব্বী সিদ্দিকী।
মোনাজাতে অংশ নিতে লক্ষ্মীপুর জেলাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি সাইফিয়া দরবার শরীফে সমবেত হন। এ সময় মুসল্লিদের আমিন-আমিন ধ্বনিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। মোনাজাতে বিশ্ব মুসলিমের ঐক্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই বার্ষিক সুন্নি এস্তেমার আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল। প্রতিদিন ফজর থেকে এশা পর্যন্ত দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ কুরআন ও সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ ধর্মীয় আলোচনা পেশ করেন।
আখেরি মোনাজাত শেষে আগত মুসল্লিদের মাঝে তবারক হিসেবে দুপুরের খাবার বিতরণ করা হয়। এস্তেমার সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক নিরলসভাবে দায়িত্ব পালন করেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments