বিদায়ী বছরের রেকর্ড গড়া রেমিট্যান্স প্রবাহের ধারাবাহিকতা বজায় রয়েছে নতুন বছরেও। ২০২৬ সালের প্রথম ৬ দিনেই দেশে ৭৭ কোটি মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বুধবার (৭ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই ইতিবাচক তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি জানুয়ারির প্রথম ৬ দিনে প্রতিদিন গড়ে ১২ কোটি ৮৩ লাখ ডলার রেমিট্যান্স দেশে এসেছে। গত বছরের একই সময়ের তুলনায় এবারের প্রবৃদ্ধি চোখে পড়ার মতো। ২০২৫ সালের প্রথম ৬ দিনে দেশে এসেছিল মাত্র ৪৫ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় এ বছর একই সময়ে রেমিট্যান্স বেড়েছে প্রায় ৭০ শতাংশ।
রেমিট্যান্স প্রবাহের প্রধান পরিসংখ্যানগুলো:
জানুয়ারির প্রথম ৬ দিন: ৭৭ কোটি মার্কিন ডলার।
৬ জানুয়ারির একক চিত্র: শুধু এই দিনেই দেশে এসেছে ১৬ কোটি ৬০ লাখ ডলার।
অর্থবছরের সামগ্রিক চিত্র: চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ৬ জানুয়ারি পর্যন্ত মোট ১ হাজার ৭০৩ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা গত বছরের তুলনায় ১৯ দশমিক ৭০ শতাংশ বেশি।
এর আগে ডিসেম্বর মাসে ৩২২ কোটি ৬৬ লাখ ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা, যা চলতি অর্থবছরের সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড। এছাড়া ২০২৪-২৫ অর্থবছরে রেকর্ড ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল দেশে।
অর্থনীতিবিদরা মনে করছেন, বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং ব্যাংকিং চ্যানেলে সেবার মান বাড়ায় প্রবাসীরা দেশে আরও বেশি অর্থ পাঠাতে উৎসাহিত হচ্ছেন। বছরের শুরুতেই এমন ইতিবাচক ধারা বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে বড় ভূমিকা রাখবে।
মানবকণ্ঠ/আরআই




Comments