| ছবি : সংগৃহীত
গত প্রায় দুই বছর ধরে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা এবং কলকাতার প্রখ্যাত চিত্রনির্মাতা সৃজিত মুখার্জি দম্পতিকে একফ্রেমে দেখা না যাওয়ায় তাদের সম্পর্ক নিয়ে ব্যাপক গুঞ্জন চলছে। দুই দেশের গণমাধ্যমেই তাদের বিচ্ছেদের খবর একাধিকবার প্রকাশিত হয়েছে, এবং শোবিজের বাতাসেও এই গুঞ্জন বেশ জোরালো। বিশেষ করে, সৃজিতের সঙ্গে কলকাতার উঠতি নায়িকা সুস্মিতা সাহার ঘনিষ্ঠতা ও সাম্প্রতিক সময়ের পূজা উদযাপনের ছবি এই গুঞ্জনকে আরও উসকে দিয়েছে।
এবারের দুর্গাপূজার সপ্তমীর দিনে সৃজিত ও সুস্মিতা নীল রঙের ম্যাচিং শাড়ি ও পাঞ্জাবি পরে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন। এই ছবি দেখে অনেকেই মন্তব্যের ঘরে নতুন জুটিকে স্বাগত জানিয়েছেন, কেউ কেউ আবার 'বাতাসে প্রেমের গন্ধ' বলে মন্তব্য করেছেন। যদিও সৃজিত বা সুস্মিতা কেউই এসব মন্তব্যে পাত্তা দেননি, তারা দিব্যি পূজা উদযাপন নিয়ে ব্যস্ত রয়েছেন।
অন্যদিকে, মিথিলা সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়েছেন, যেখানে তাকে সরাসরি সৃজিতের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয়। তাকে জিজ্ঞেস করা হয়, "সৃজিতের সঙ্গে আপনাকে এখন আর দেখা যায় না?" মিথিলা জবাব দেন, "হ্যাঁ, ২০২৪-এর জুলাইয়ের পর থেকে আর আমাদের একসঙ্গে দেখা যায়নি।" কেন এমনটা হচ্ছে জানতে চাইলে মিথিলার ভাষ্য, "আমার ভিসা নেই তাই কলকাতায় যেতে পারছি না। তারও অবশ্যই নেই।"
মিথিলা সম্প্রতি পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। সৃজিত অবশ্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এ বিষয়ে পডকাস্টে মিথিলাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "কেন তাকে বলতে পারব না? আমি ধন্যবাদ জানিয়েছি তো।"
"বলতে পারার মতো সম্পর্ক কি আছে?" এই প্রশ্নের জবাবে মিথিলা বলেন, "অবশ্যই আছে। তাকে বলেছি কতো কষ্ট করে পিএইচডিটা শেষ করলাম।"
অনেকই বলছেন তার স্বামী আর নেই, তাদের উদ্দেশ্যে কী বলবেন? মিথিলা স্পষ্টভাবে উত্তর দেন, "যারা বলছে তারা বলুক। আমি তাদের কিছুই বলব না।"
তিনি এখনও আপনার হাজবেন্ড? পাসপোর্টে এখনও তার নামটিই আছে? মিথিলা দৃঢ়তার সঙ্গে জবাব দেন, "হ্যাঁ।"
Comments