| ছবি : সংগৃহীত
কুড়িগ্রামের উলিপুরে বজ্রঘাতে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ব্রহ্মপুত্র নদ দ্বারা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সাহেবের আলগা ইউনিয়নের সাহেবের আলগা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন কৃষক জাহাঙ্গীর হোসেন (৪২) ও তার স্ত্রী রুবি বেগম রুবি বেগম(৩৫)। সাহেবের আলগা ইউনিয়ন চেয়ারম্যান মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যা হঠাৎ বাতাস ও বজ্রপাত ঘটে। এসময় জাহাঙ্গীর হোসেন ও তার স্ত্রী রুবি বেগম ঘরেই অবস্থান করছিল। পাশের ঘরেই ছিল তাদের তিন সন্তান। হঠাৎ করে বজ্রপাত হয় জাহাঙ্গীরের টিনের ঘরে। ঘটনাস্থলে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়।
তবে সন্তানরা অক্ষত রয়েছে বলে জানা গেছে। নিহত দম্পত্তির চার সন্তানের মধ্যে এক মেয়ের বিয়ে হয়ে গেছে। এমন হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।
Comments