Image description

মাওলানা মোনায়েম হোসাইন | ছবি : সংগৃহীত

নওগাঁ সদর উপজেলার এনায়েতপুর দাখিল মাদরাসার শিক্ষক ও সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোনায়েম হোসাইনকে ছাত্রীদের যৌন হয়রানির দায়ে দল থেকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে জেলা জামায়াতের আমীর খ. মো. আ. রাকিব বহিষ্কারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

এর আগে, রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত এক জরুরি সভায় তিন সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ‘নৈতিক স্খলনজনিত’ কারণে জেলা জামায়াত এই সিদ্ধান্ত নেয়। একইসঙ্গে মোনায়েম হোসাইনকে সদর উপজেলা চেয়ারম্যান পদে দেওয়া দলীয় মনোনয়নও বাতিল করা হয়েছে।

জানা গেছে, গত ২৭ সেপ্টেম্বর একটি সংবাদমাধ্যমে ‘জামায়াত নেতার বিরুদ্ধে মাদরাসাছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে জানানো হয়, গত ১৫ সেপ্টেম্বর বৃষ্টির দিনে দশম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানি করেন মোনায়েম হোসাইন। ভুক্তভোগী ছাত্রী ঘটনাটি সহপাঠীদের জানালে আরও কয়েকজন একই ধরনের হয়রানির অভিযোগ করেন। এরপর ক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযুক্তের ছবিতে জুতার মালা পরিয়ে বিক্ষোভ করেন। এরপর ২২ সেপ্টেম্বর শিক্ষার্থীদের অভিযোগের মুখোমুখি করা হলে অভিযুক্ত শিক্ষক কোনো সদুত্তর দিতে পারেননি। পুরো ঘটনার ১৩ মিনিট ৩৬ সেকেন্ডের একটি ভিডিও এবং অভিযুক্তের স্বীকারোক্তিমূলক কল রেকর্ড প্রতিবেদকের হাতে এসেছে, যেখানে তিনি দুঃখ প্রকাশ করেন।

জেলা জামায়াত আমীর খ. মো. আ. রাকিব বলেন, ‘তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় মোনায়েম হোসাইনকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি মাদরাসার অভ্যন্তরীণ কোন্দলের বিষয়টিও তদন্তে উঠে এসেছে, যা মাদরাসা কর্তৃপক্ষের বিবেচনার বিষয়।’

তিনি যোগ করেন, ‘এই মুহূর্ত থেকে মাওলানা মোনায়েম হোসাইনের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই।’