
ঢাকাই ও বলিউডের তারকাদের শারীরিক সৌন্দর্য ধরে রাখতে কসমেটিক সার্জারির আশ্রয় নেওয়া নতুন কিছু নয়। এসব গোপন বিষয়গুলো একসময় আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। সম্প্রতি দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের নামও প্লাস্টিক সার্জারির গুঞ্জনে যুক্ত হয়েছে।
এ বিষয়ে সম্প্রতি একটি পডকাস্ট শোয়ে খোলামেলা কথা বলেছেন জয়া আহসান। হাসতে হাসতে তিনি বলেন, "মানুষ বলে, আমার পুরো শরীর নাকি প্লাস্টিক সার্জারি করা। আমি এটা শুনেছি। আমার নাকি হেড টু টো (মাথা থেকে পা পর্যন্ত) সার্জারি করা।"
তিনি আরও বলেন, "বোটক্স, এটা-সেটা ব্যবহার করি—এমনটাও বলে থাকে মানুষ। তারা ভাবে, আমি নাকি এসব কমেন্ট দেখি না। আসলে মাঝে মধ্যে দেখি। কমেন্ট বক্স দেখলে আমাদের দেশের পুরুষদের মানসিক অবস্থা কিছুটা বোঝা যায়।" তবে এসব আলোচনা ও মন্তব্য সম্পর্কে হাস্যরস করলেও নিজে প্লাস্টিক সার্জারি করিয়েছেন কি করাননি, তা তিনি সরাসরি উল্লেখ করেননি।
সম্প্রতি মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত 'ফেরেশতে' সিনেমাটি। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমাটি তৈরি করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ। এতে জয়া আহসান ছাড়াও আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রিকিতা নন্দিনী শিমু ও সুমন ফারুক।
Comments