Image description

রবি মৌসুমে প্রান্তিক কৃষকদের চাষাবাদে উৎসাহ দিতে কুমিল্লার মুরাদনগর উপজেলায় সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকালে উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে শতাধিক কৃষকের মাঝে আগাম শীতকালীন শাকসবজির বীজ, সার এবং গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মসুরসহ বিভিন্ন রবিশস্যের বীজ ও সার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান। উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পুর সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নূর আলমসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।

কর্মসূচির আওতায় মোট ৫ হাজার ৬৫০ জন কৃষক রবিশস্যের বীজ ও সার, ২৪৫ জন কৃষক সবজি বীজ ও সার, ১৫০ জন কৃষক শুধুমাত্র সবজি বীজ এবং ১ হাজার ৩০০ জন কৃষক বোরো ধানের বীজ ও সার পাবেন।
কৃষি কর্মকর্তারা জানান, এই উদ্যোগের ফলে প্রান্তিক কৃষকদের উৎপাদন খরচ কমবে এবং রবি মৌসুমে মাঠে বহুমুখী ফসলের আবাদ বৃদ্ধি পাবে।