Image description

তৃতীয়বার বিয়ে করলেন দেশের জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। শুক্রবার নিউইয়র্ক স্থানীয় সময় সকালে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন বর-কনে। রাত একটার দিকে সামাজিক মাধ্যমে বিয়ের খবর নিশ্চিত করেছেন অমিতাভ রেজা নিজেই।

পাত্রীর নাম মুশফিকা মাসুদ। পেশায় তিনি চিত্রনাট্যকার ও পরিচালক। যুক্তরাজ্যের লিভারপুল জন ম্যুরস ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতক করেছেন। এরপর তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ফেয়ারস্টেইন গ্র্যাজুয়েট স্কুল অব সিনেমা থেকে পোস্ট প্রোডাকশন নিয়ে পড়াশোনা করেছেন। তারপর ব্রুকলিন কলেজ থেকে ফিল্ম প্রোডাকশন বিষয়েও পড়াশোনা করেছেন।

শুক্রবার বাংলাদেশ সময় রাতে স্ত্রী এবং নিজের একগুচ্ছ ছবি প্রকাশ করেন অমিতাভ রেজা। ওই পোস্টের ক্যাপশনে নির্মাতা লিখেছেন, ‘হ্যাঁ, এটা এখন আনুষ্ঠানিকভাবে নিশ্চিত। আলো আর অন্ধকারের সাথে জীবন কাটানোর প্রতিশ্রুতি দিলাম। চলো নতুন করে শুরু করা যাক প্রিয় মুশফিকা মাসুদ।’

এর আগে দুজনের একটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে অমিতাভ রেজা লিখেছিলেন, ‘কখনো সহযাত্রী, কখনো সহযোদ্ধা , কিন্তু ভাবিনি কখনো আমার থেকে ফাজিল কারও সাথে জীবন কাটাব। আহারে জীবন …।’

প্রসঙ্গত, এটি নির্মাতা অমিতাভ রেজার তৃতীয় বিয়ে।  অভিনয়শিল্পী নওরীন হাসান খান জেনী ও মিম রশিদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অমিতাভ। একটা সময় এসে তাদের দুজনের সঙ্গে দাম্পত্যজীবনের ইতি ঘটে।