দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশি খান্না এখন বলিউডেও নিজের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমার পর্দায় নারীদের উপস্থাপনা নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। তার মতে, নারীদের ‘বস্তু’ বা কেবল সাজসজ্জার অংশ হিসেবে দেখানোর প্রবণতা শুধু দক্ষিণ ভারতীয় সিনেমাতেই নয়, বলিউডেও প্রবলভাবে বিদ্যমান।
রাশি বলেন, ‘‘দক্ষিণী ছবিতে নারীদের শুধু গ্ল্যামার বা সাজসজ্জার অংশ হিসেবে দেখানো হয়—এমন অভিযোগ দীর্ঘদিনের। কিন্তু আমার অভিজ্ঞতায়, নারী অবমাননা বা ‘অবজেক্টিফিকেশন’ বিষয়টি শুধু দক্ষিণেই সীমাবদ্ধ নয়, বলিউডেও এমন চর্চা আমি হতে দেখেছি।’’
অভিনয়ের ক্ষেত্রে নিজের পছন্দ ও সীমারেখা নিয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছেন রাশি। তিনি বলেন, ‘‘আমি যা করছি, তাতে স্বাচ্ছন্দ্য বোধ করাটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কমার্শিয়াল বা বাণিজ্যিক সিনেমায় অভিনয়ে আমার আপত্তি নেই। কিন্তু যদি মনে হয় কোনো দৃশ্যে আমাকে সস্তা দেখাবে বা তা আমার ব্যক্তিগত সীমা ছাড়িয়ে যাচ্ছে, তবে আমি সেই কাজ করি না।’’ তিনি আরও জানান, প্রতিটি অভিনেতারই নিজস্ব সীমা থাকে, যা তাদের আত্মপরিচয় গড়ে তোলে।
রাশি খান্নাকে সর্বশেষ দেখা গেছে ‘১২০ বাহাদুর’ সিনেমায়। রজনীশ ঘাই পরিচালিত এই ঐতিহাসিক যুদ্ধভিত্তিক ছবিটিতে ফারহান আখতারের বিপরীতে তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। ১৯৬২ সালের ১৮ নভেম্বর চীন-ভারত যুদ্ধের সময় রেজাং লা যুদ্ধের পটভূমিতে নির্মিত ছবিটি দেশীয় বক্স অফিসে এখন পর্যন্ত ১৫ কোটি টাকা আয় করেছে।




Comments