Image description

ঢালিউডের গ্ল্যামার আর আলো-ঝলমলে জগত ছেড়ে এবার ধর্মে মনোনিবেশ করার ঘোষণা দিলেন চিত্রনায়িকা মৌ খান। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাসের মাধ্যমে তিনি অভিনয় ক্যারিয়ারের ইতি টানার কথা জানান। নাটক, বিজ্ঞাপন ও সিনেমায় নিয়মিত কাজ করা এই নায়িকার এমন আকস্মিক ঘোষণায় অবাক হয়েছেন তার ভক্তরা।

ফেসবুক স্ট্যাটাসে মৌ খান লিখেন, “আমি আর অভিনয় ক্যারিয়ারটি চালিয়ে যেতে চাই না। এটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত ও ভেবেচিন্তে নেওয়া সিদ্ধান্ত।”

অভিনয় ছাড়ার কারণ হিসেবে তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলার ইচ্ছার কথা জানান। স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, “জীবনের বাকি পথ আমি আল্লাহর আদেশ অনুযায়ী, নামাজ-কোরআন ও দ্বীনের আলোকে চলতে চাই। রাসুল (সা.)-এর সুন্নাহকে আঁকড়ে ধরেই আমার পরবর্তী জীবন গড়তে চাই।” ভবিষ্যতে হালাল ব্যবসা ও জীবিকা নির্বাহের পরিকল্পনার কথাও জানান তিনি।

নির্মাতাদের প্রতি অনুরোধ জানিয়ে মৌ খান বলেন, যেসব কাজ এখনো অসম্পূর্ণ রয়েছে, সেগুলোর মধ্যে নিজের অংশের কাজটুকু তিনি শেষ করে দেবেন। এরপর আর শোবিজে দেখা যাবে না তাকে।

দীর্ঘ ক্যারিয়ারে পাশে থাকার জন্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লেখেন, “আপনাদের কারণেই আজকের মৌ খান হয়েছি আমি। এই ভালোবাসা আমার কাছে চিরকাল অমূল্য হয়ে থাকবে। আমাকে দোয়ায় রাখবেন, যাতে আমি আল্লাহর পথে ধৃঢ় থাকতে পারি।”