Image description

২০০৯ সালে মুক্তি পাওয়া রাজকুমার হিরানির কালজয়ী সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল নিয়ে দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে। সংবাদমাধ্যম এনডিটিভি সূত্রে জানা গেছে, বহুল প্রতীক্ষিত ‘থ্রি ইডিয়টস-২’-এর চিত্রনাট্য চূড়ান্ত হয়েছে এবং আগামী বছর থেকেই এর শুটিং শুরু হবে।

দর্শকদের জন্য বড় সুখবর হলো, সিক্যুয়েলে আবারও ফিরছেন আমির খান ও কারিনা কাপুর। শুধু তাই নয়, আর মাধবন ও শারমান জোসিকে নিয়ে গঠিত সেই বিখ্যাত ত্রয়ী এবং মূল টিমকেই আবারও পর্দায় আনার পরিকল্পনা করেছেন নির্মাতারা। প্রথম ছবির সেই আবেগ ও ম্যাজিক দ্বিতীয় কিস্তিতেও ধরে রাখার লক্ষ্য তাদের।

জানা গেছে, সিক্যুয়েলের গল্প ঠিক যেখান থেকে শেষ হয়েছিল, সেখান থেকে শুরু হবে না। বরং বাস্তবে যেমন ১৫ বছর পার হয়েছে, সিনেমার গল্পেও ঠিক ততটা সময় এগিয়ে যাবে। দীর্ঘ এই সময়ে র‍্যাঞ্চো, ফারহান ও রাজুর জীবনে কী পরিবর্তন এসেছে এবং পূর্ণবয়স্ক জীবনে তাদের বন্ধুত্ব ও সংগ্রামের গল্পই এবার পর্দায় ফুটে উঠবে। ধারণা করা হচ্ছে, এবারের গল্প হবে আরও বেশি বাস্তবধর্মী ও আবেগঘন।


নির্মাতা সূত্রে খবর, সিক্যুয়েলে হাস্যরস ও আবেগের পাশাপাশি বর্তমান সময়ের শিক্ষাব্যবস্থা, ক্যারিয়ার নিয়ে প্রতিযোগিতা এবং জীবনের ইঁদুর দৌড়ের মতো বিষয়গুলো নতুন আঙ্গিকে উঠে আসবে। এটি কেবল নস্টালজিয়া নয়, বরং নতুন প্রজন্মের জন্যও একটি বার্তাবহ সিনেমা হতে যাচ্ছে।