Image description

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই বর্ষীয়ান নেত্রীর প্রয়াণে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।

ফেসবুক স্ট্যাটাসে জয়া আহসান উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া দেশের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে বিদায় নিলেন। তিনি লেখেন, “বেগম খালেদা জিয়া বড় দুঃসময়ে বিদায় নিলেন। সামনে নির্বাচন আর গণতন্ত্রের জন্য মানুষ অপেক্ষা করছে। তাঁর উপস্থিতির মূল্যই ছিল অসামান্য।”

স্বৈরাচারবিরোধী আন্দোলনে খালেদা জিয়ার নেতৃত্বের প্রশংসা করে জয়া আরও লেখেন, “সামরিক শাসনবিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বেগম জিয়া ছিলেন প্রধান একটি চরিত্র, সাহসে ও নেতৃত্বে উজ্জ্বল। তাঁর সঙ্গে দেশের দীর্ঘ রাজনৈতিক আন্দোলনের একটি অধ্যায় শেষ হলো। তাঁর আত্মা চির প্রশান্তি লাভ করুক।”

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। চলতি বছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে গিয়েছিলেন এবং দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরেন। কিছুটা সুস্থ বোধ করলেও বার্ধক্য ও মানসিক ধকলের কারণে তিনি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলেন।

গত ২৩ নভেম্বর ফুসফুসের সংক্রমণ ও অন্যান্য সমস্যা নিয়ে তাকে পুনরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এক মাসেরও বেশি সময় চিকিৎসাধীন থাকার পর আজ মঙ্গলবার ভোর ৬টায় তিনি চিরবিদায় নেন।

বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে অটল অবস্থানের জন্য খালেদা জিয়া ‘আপসহীন নেত্রী’ ও ‘দেশনেত্রী’ হিসেবে জনগণের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন। তাঁর প্রয়াণে দেশের সংস্কৃতি ও বিনোদন অঙ্গনেও গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মানবকন্ঠ/আরআই