প্রায় দেড় যুগ আগে ‘পুচকে’ নাম দিয়ে ব্যান্ড মিউজিক জগতে যাত্রা শুরু করে জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস। সেই ব্যান্ডই এখন বিশ্বজুড়ে সমাদৃত। তাদের চেনে না এমন ব্যান্ড সংগীতপ্রেমী বর্তমানে নেই বললেই চলে।
মাঝে কবছর বিরতির পর দক্ষিণ কোরিয়ান কে-পপ বয় ব্যান্ডটি অবশেষে নতুন অ্যালবাম নিয়ে ফিরতে যাচ্ছে।
এর আগে সবশেষ ২০২২ সালের জুনে অ্যান্থোলজি অ্যালবাম ‘প্রুফ’ প্রকাশ করেছিল আরএম, জে-হোপ, সুগারা। এবার তারা ঘোষণা দিয়েছে এ বছরের ২০ মার্চ ব্যান্ডটির নতুন অ্যালবাম প্রকাশিত হবে। দ্য কোরিয় টাইমসের বরাতে জানা যায়, বিগহিট মিউজিক তাদের প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্যটি নিশ্চিত করেছে।
তাই সবকিছু ঠিকঠাক থাকলে ৩ বছর ৯ মাসের সুদীর্ঘ বিরতির পর আবারও নতুন অ্যালবাম নিয়ে শ্রোতাদের কাছে ফিরছেন সাত সদস্যের ব্যান্ডটি। কিন্তু মাঝে হঠাৎ এমন বিরতির কারণ কী? সে সম্পর্কে জানা যায়, দক্ষিণ কোরিয়ার নিয়ম অনুযায়ী বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে গিয়েছিলেন তারা। এছাড়া নিজেদের একক সংগীত ক্যারিয়ার নিয়েও ব্যস্ততার কারণে কোনো অ্যালবাম প্রকাশ করতে পারেনি বিটিএস। তাই এখন সব ব্যস্ততা ঝেড়ে ফেলে নতুন অ্যালবামে মন দিয়েছেন কে-পপ সদস্যরা।
ইতোমধ্যে নতুন বছর উপলক্ষ্যে বেশ কজন বিটিএস ভক্তের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়ে চিঠিও পাঠিয়েছেন তারা যেখানে লেখা ছিল, ‘২০ মার্চ ২০২৬’। অর্থাৎ বিটিএসের নতুন অ্যালবাম প্রকাশের তারিখ।




Comments