দক্ষিণী ও বলিউড চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া আবারও খবরের শিরোনামে। তবে এবার কোনো সিনেমা নয়, বরং একটি স্টেজ পারফরম্যান্সের আকাশছোঁয়া পারিশ্রমিক নিয়ে আলোচনায় এসেছেন তিনি।
বিদায়ী বছরের শেষ সন্ধ্যায় গোয়ায় আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে মাত্র ৬ মিনিট নেচে ৬ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন এই অভিনেত্রী। অর্থাৎ, মঞ্চে তার উপস্থিতির প্রতি মিনিটের মূল্য ছিল ১ কোটি রুপি!
সেই রাতে গোয়ার সমুদ্রসৈকতে দর্শকদের উন্মাদনায় ভাসিয়ে নিজের জনপ্রিয় গান ‘আজ কি রাত’-এর তালে পারফর্ম করেন তামান্না। তাকে এক পলক দেখতে আগেভাগেই টিকিট কেটে অপেক্ষায় ছিলেন হাজারো ভক্ত। তামান্না মঞ্চে আসতেই পুরো সৈকত এলাকা তার নাম ধরে চিৎকার ও করতালিতে মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠানে তামান্নার পাশাপাশি মঞ্চ মাতিয়েছেন পাঞ্জাবি অভিনেত্রী সোনম বাজওয়া এবং জনপ্রিয় ডিজে চেতস। এই জমকালো পারফরম্যান্সটি বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ব্যক্তিগত জীবনে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে গত বছর আলোচনায় থাকলেও তামান্না তার পেশাদার ক্যারিয়ারে কোনো প্রভাব পড়তে দেননি। ‘আজ কি রাত’ ছাড়াও ‘কাভাল্লা’ থেকে শুরু করে ‘গুফর’—সবখানেই তার নাচের জাদু দর্শকদের মুগ্ধ করে চলেছে। বড় পর্দার পাশাপাশি স্টেজ পারফরম্যান্সেও তামান্নার এই চাহিদা তাকে পারিশ্রমিকের নতুন উচ্চতায় নিয়ে গেছে।
মানবকণ্ঠ/আরআই




Comments