ব্রাজিলের বেলেম শহরে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩০-এর প্রধান ভেন্যুতে বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে। জনাকীর্ণ প্যাভিলিয়নের ভেতরে হঠাৎ আগুন ছড়িয়ে পড়তেই কয়েক হাজার প্রতিনিধি দ্রুত বাইরে বেরিয়ে যেতে বাধ্য হন।
দর্শনার্থী ও প্রতিনিধিদের অনেকে প্রথমে তীব্র ধোঁয়া ও উত্তাপ টের পেয়ে চারদিকে দৌড়াদৌড়ি শুরু করেন। আগুন লাগার পর নিরাপত্তাকর্মীরা দিকনির্দেশনা দিতে ছুটছিলেন, আর দমকলকর্মীরা শামিয়ানা ঘেরা অংশে ঢুকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিলেন। ভেন্যুর ভেতর থেকে কয়েকজনকে চিৎকার করে বলতে শোনা যায়, “সালিডা! সালিডা! গেট আউট!”
জানা গেছে, ফায়ার সার্ভিসের ব্যাপক প্রচেষ্টায় মাত্র ছয় মিনিটে নিয়ন্ত্রণে আসে আগুন। জাতিসংঘ এবং কপ-৩০-এর একটি যৌথ বিবৃতি অনুযায়ী, ধোঁয়ায় শ্বাস-প্রশ্বাসের কারণে ১৩ জনকে চিকিৎসা দেয়া হয়েছে।
আগুনের উৎপত্তি হয়েছিল দেশগুলোর প্যাভিলিয়ন জোনে, যেখানে প্রদর্শনী, আলোচনা ও বিভিন্ন দেশের সরকারি প্রতিনিধিদের নানা কর্মসূচি চলছিল। তবে, এই আগুন কীভাবে শুরু হয় তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। কপ সভাপতির কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। অ্যামাজন অঞ্চলের পুরোনো বিমানবন্দর চত্বরে নির্মিত বিশাল তাবু-কেন্দ্রিক এই ভেন্যুতে প্রতিদিনই হাজারো মানুষের চলাচল থাকে।
আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। তবে যেখানে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে সেই রাজ্যের গভর্নর হেলদার বারবালহো ব্রাজিলিয়ান চ্যানেল গ্লোবোনিউজকে বলেছেন, জেনারেটরের বিকলতা বা শর্ট সার্কিটের কারণে এই ঘটনা ঘটেছে বলে মনে করে না কর্তৃপক্ষ।




Comments